দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ১২,৮৮৫ জন। মঙ্গলবারের থেকে যা ১৪ শতাংশ বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬১ জনের। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৫,০৫৪ জন। সুস্থতার হার ৯৮.২২ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ ঘরে ফিরেছেন ৩ কোটি ৩৭ লাখ ১২ হাজার ৭৯৪ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৫৭৯ জন। গত ২৫৪ দিনে যা সর্বনিম্ন।
এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে ১০৭ কোটি ৬৩ লাখ নাগরিকের।