আরও ফুলে ফেঁপে উঠতে চলেছে রিলায়েন্স। শোনা যাচ্ছে জাস্ট ডায়ালকে নাকি কিনে ফেলবে রিলায়েন্স। শুক্রবারই হতে পারে এই আনুষ্ঠানিক ঘোষণা।
ইকোনমিক টাইমস এর একটি প্রতিবেদন বলছে, প্রাথমিক দরাদরির পর ঠিক হয়েছে, ২৫ বছরের পুরনো সার্চ অ্যান্ড লিস্টিং সংস্থা জাস্ট ডায়াল কিনতে রিলায়ন্স খরচ করবে ৮০০ থেকে ৯০০ মিলিয়ন মার্কিন ডলার।
এই নিয়ে শুক্রবারই বৈঠকে বসবেন জাস্ট ডায়ালের বোর্ড সদস্যরা।