সদ্যোজাত কন্যাকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, মেয়ে বলেই খুন করা হয়েছে ওই শিশুকে।
North Bengal Flood: জলের তোড়ে ভেসে গেল বাঁশের সাঁকো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আশঙ্কা ডুয়ার্সের গ্রামে
পুলিশ সূত্রে খবর, সোমবার একবালপুরের নেতাজি সুভাষ নার্সিংহোমে ভর্তি হন লাভলি সিং (২১) নামের এক মহিলা। মঙ্গলবার সকালে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। ভোরে নার্স ও আয়ারা কেবিনে গিয়ে দেখেন সদ্যোজাত শিশুকন্যা নিথর অবস্থায় পড়ে রয়েছে। সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন তাঁরা। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন শিশুকন্যার মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে দাবি, কন্যাসন্তান হওয়ায় সদ্যোজাতকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করে নিয়েছেন মহিলা। এই ঘটনায় খুনের মামলা রুজু হয়েছে। মহিলার স্বামী অজয় সিং যেহেতু পাশের বেডে থাকছিলেন, তাঁর ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।