কবি বলেছিলেন 'মেলাবেন তিনি মেলাবেন'। মিলিয়ে দিল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। একই মঞ্চে দেখা যাবে মোদী-মমতা-রাহুলকে। বর্তমান প্রেক্ষাপঠে দাঁড়িয়ে ভারতীয় রাজনীতির এই তিন আইকনকে পাওয়া যাবে একই মঞ্চে। তবে কিনা সশরীরে নয়, থাকবে তাঁদের আদলে তৈরি কাঠের পুতুল।
ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘে এবারের পুজোর থিম কাঠের পুতুলের জীবন। শিল্পী মানস সাহার ভাবনায় সেজে উঠছে এই পুজো মণ্ডপ। প্রায় ২ হাজার কাঠের পুতুল দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ।
কাঠের মোদী, কাঠের মমতাকে গড়ে তুললেন কারা? কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপের নতুনগ্রাম। সেই গ্রামের দারু শিল্পীরাই এই পুজোর কারিগর। লকডাউন এসে বদলে দিয়েছে এই শিল্পীদের জীবন। রাতারাতি কাজ খুইয়েছেন কত কত শিল্পী। মূলত তাঁদের কথা ভেবেই এমন অভিনব পুজোর আয়জন করেছেন উদ্যোক্তারা।
মণ্ডপ সাজানোয় সম্পূর্ণ স্বাধীনতাও দেওয়া হয়েছে শিল্পীদের। কেউ রাজনীতি করে বাঁচে, কেউ বা বাঁচার রাজনীতি করেন। রাজনীতিকে শিল্পের হাতিয়ার করলেন এই দারু শিল্পীরা।