কয়েকঘণ্টার সার্ভার বিভ্রাট এবং কর্মচারীর নীতি নিয়ে সমালোচনা। এই জোড়া ফলায় বিরাট অঙ্কের ক্ষতি হয়ে গেল ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গের। সম্পত্তির পরিমাণ কমল ৬০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার ৭৩৪ কোটি টাকা। বিশ্ব জুড়ে সোমবার সন্ধেবেলা ক্র্যাশ করে যায় ফেসবুক, হোয়াটসঅ্য়াপ, ইনস্টাগ্রাম।
সম্প্রতি সংস্থার নীতি নিয়ে সমালোচনা করেছেন ফেসবুকের এক কর্মী। এরপর তিনটি জনপ্রিয় অ্যাপের একসঙ্গে গ্লোবাল আউটেজ। বিশেষজ্ঞদের দাবি, এত লম্বা সময় ধরে সার্ভার বিভ্রাট এর আগে দেখা যায়নি ফেসবুকে। যার প্রভাবে একধাক্কায় ফেসবুকের শেয়ারের দাম ৫ শতাংশ কমে যায়। জুকারবার্গ নিজে সার্ভার বিভ্রাটের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ফেসবুক, হোয়াটসঅ্য়াপ, ইনস্টাগ্রাম ফিরে এসেছে। সার্ভার বিভ্রাটের জন্য তিনি ক্ষমাপ্রার্থী।
সম্পত্তির পরিমাণ কমে যাওয়ায় বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় কয়েকধাপ নেমে গেলেন জুকারবার্গ। ব্লুমবার্গ বিলিওনার ইন্ডেক্সের প্রকাশিত তালিকায় বিল গেটসেরও নিচে নেমে পঞ্চম স্থানে এসেছেন তিনি।