আফ্রিকা মহাদেশের নাইজেরিয়া থেকে কলকাতায় আসা এক ব্যক্তির শরীরে ধরা পড়ল কোভিড ১৯ ভাইরাস। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি। তবে ওই ব্যক্তি ওমিক্রন আক্রান্ত কি না, তা এখনও জানা যায়নি।
গত ১২ ডিসেম্বর নাইজেরিয়া থেকে কলকাতায় আসেন ৬৯ বছর বয়সি ওই বৃদ্ধ। বিমানবন্দরে হওয়া কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। হোটেলে যাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন ওই ব্যক্তি। ১৪ ডিসেম্বর দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে কোভিড পরীক্ষা করাতে যান তিনি। সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। বৃদ্ধ অন্য দেশ থেকে আসায় ওমিক্রন সন্দেহে তাঁকে সঙ্গে সঙ্গে ভর্তি করে নেওয়া হয়।
রাজ্য স্বাস্থ্য দফতরের অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, ওই ব্যক্তির নমুনা ইতিমধ্যেই কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছে। সোমবার জিন পরীক্ষা হবে। তাঁর সংস্পর্শে আসা গাড়িচালক এবং অন্য এক ব্যক্তিরও কোভিড পরীক্ষা হবে।
বৃদ্ধের স্ত্রীয়ের রিপোর্ট নেগেটিভ এসেছে।