স্লেটের ওপর চক দিয়ে আঁকা দেবী দুর্গার মুখ। শিল্পী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জের ২১ এর পল্লির দুর্গা পুজো উদ্বোধনে এসে দুর্গার একটি ছবি একেছিলেন মমতা। শারদোৎসব কেটে গিয়েছে। এ বার মুখ্যমন্ত্রীর আঁকা এই ছবিটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে ২১ পল্লী দুর্গোৎসব কমিটি।
৭ অক্টোবর সন্ধ্যায় বালিগঞ্জের এই পুজো উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। তখনই স্লেটে চক দিয়ে একটি দেবী দুর্গার ছবি এঁকেছিলেন তিনি। দুর্গাপুজোর দিনগুলোতে মুখ্যমন্ত্রীর আঁকা ছবিটি ছিল পুজোর অন্যতম আকর্ষণ। পুজো শেষ হতে ছবিটি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।
কমিটির সম্পাদক মলয় বিশ্বাস জানিয়েছেন, স্লেট চক-পেন্সিলে আঁকা ছবিটি যাতে ঠিকঠাক থাকে, তার সব রকম ব্যবস্থা করা হচ্ছে। যে চক-পেন্সিলটি দিয়ে মুখ্যমন্ত্রী ছবিটি এঁকেছিলেন সেটিও যাতে নষ্ট না হয়, তার জন্য একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে সংরক্ষণ করা হবে। পরে সেটি ফ্রেমে বাঁধানো হবে।