মহালয়ার দিন থেকেই চলছে উদ্বোধন ৷ শনিবারও পুজো উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী ৷ সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ঘুরছেন ৷ চতুর্থীর দিনও ফিতে কেটে, প্রদীপ প্রজ্জ্বোলন করে একের পর এক পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
গত তিনদিন ধরে কলকাতার বড় পুজোগুলির উদ্বোধন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার ছোট পুজোগুলোর উদ্বোধনেও দেখা গেল তাঁকে ৷ প্রথমেই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর শীতলা মন্দিরের পুজো উদ্বোধন করেন মমতা ৷ এদিন উদ্বোধনের তালিকায় ছিল আলিপুর সর্বজনীন দুর্গাপুজো, পদ্মপুকুর, বাটাম ক্লাবের দুর্গাপুজো ৷
তৃতীয়ার দিন থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছে ৷ এদিকে, করোনা আবহে প্যান্ডেল হপিং নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে লালবাজার ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে পূজামণ্ডপের ভিতরে প্রবেশ নিষেধ । পুষ্পাঞ্জলির ফুল বাড়ি থেকেই নিয়ে আসতে হবে, যাতে মণ্ডপে ফুলের জন্য অপেক্ষা করতে গিয়ে ভিড় না হয় ৷ মণ্ডপ উদ্বোধন, পুরস্কার বিতরণ, এবং ওই জাতীয় অন্যান্য কর্মসূচীর ক্ষেত্রে সংযমী হওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে ৷