রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য সুখবর! ১ জানুয়ারি রাজ্য জুড়ে পালন করা হবে 'ছাত্র দিবস' (Students day)। এর আগে এই দিনটি ছিল দলের কাছে 'মা-মাটি-মানুষ দিবস'। বুধবার মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকে ১ জানুয়ারি 'ছাত্র দিবস' হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee)। এই দিন ছাত্রছাত্রীদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড (Students credit card) দেওয়া হবে।
১৯৯৮ সালের ১ জানুয়ারি থেকে পথচলা শুরু হয়েছিল তৃণমূলের(Trinamul Congress)। প্রতিষ্ঠা দিবসকেই এবার 'ছাত্র দিবস' হিসেবে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০ ডিসেম্বর থেকে রাজ্যে শিক্ষা মেলা করার ঘোষণাও করেছেন তিনি।
শিক্ষামেলার ক্যাম্প থেকে ১০ হাজার ছাত্রছাত্রীকে ক্রেডিট কার্ড দেওয়া হবে। রাজ্য সরকার ১৫০-২০০ কোটি টাকা ছাত্রছাত্রীদের ঋণ দেবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ছাত্রছাত্রীরা। সুদের হারেও ভর্তুকি দেওয়া হবে। একবার ঋণ মিটে গেলে ফের ঋণ নেওয়া যাবে বলেও জানান মুখ্যমন্ত্রী।