মহারাষ্ট্রে ফের বাড়ল করোনার ডেল্টা প্লাসের সংক্রমণ। নতুন করে সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ২৭ জন। করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতি কীভাবে ছড়িয়ে পড়ছে সে রাজ্যে, তা জানতে নিয়মিতভাবে কোভিড রোগীদের নমুনার জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা করা হচ্ছে মহারাষ্ট্রে।
পজিটিভ রোগীদের জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য মুম্বাইয়ের কস্তুরবা হাসপাতালে পাঠানো প্রথম ব্যাচের ১৮৮টি নমুনার মধ্যে ১২৮টিতে ডেল্টা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। অর্থাৎ ৬৮ শতাংশ। অন্যদিকে, মোট নমুনার ১.০৬ শতাংশে পাওয়া গিয়েছে আলফা ভ্যারিয়েন্ট আর ১২.৭৬ শতাংশে পাওয়া গিয়েছে কাপ্পা ভ্যারিয়েন্ট।
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৩ জন। মৃত্যু হয়েছে ১০৫ জনের।
ন্যাশনাল ইনস্টটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট সম্প্রতি একটি রিপোর্টে জানিয়েছে, দেশে ইতিমধ্যে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। এনআইডিএম(ন্যাশনাল ইনস্টটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট)-এর তরফে বলা হয়েছে, অক্টোবরেই শিখরে পৌঁছতে পারে করোনার তৃতীয় ঢেউ।