মধ্যবিত্তের দুর্ভোগ আরও বাড়িয়ে রান্নার গ্যাসের (এলপিজি) দাম কলকাতায় ১৫ টাকা বাড়ল। বুধবার থেকে ক্রেতাদের একটি সিলিন্ডার কিনতে হবে ৯২৬ টাকা দিয়ে। গত ডিসেম্বর থেকে গ্যাসের দাম বাড়ল ৩০০ টাকার বেশি। পেট্রল-ডিজেলের দামও চড়ছে নাগাড়ে। তেল সংস্থাগুলির দাবি, এলপিজি-র মূল উপাদান প্রোপেন, বুটেনের দাম বাড়ছে। তাই রান্নার গ্যাসের দাম বাড়াতেই হল।
এর আগে সেপ্টেম্বরে একলাফে রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বাড়িয়েছিল রাষ্ট্রায়াত্ব সংস্থাগুলি। তার জেরে কলকাতায় ১৪.২ কেজি ওজনের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ায় ৯১১ টাকায়। এবার ১৫ টাকা বেড়ে সিলিন্ডার প্রতি দাম বেড়ে হল ৯২৬ টাকা।