আবারও বাড়ল LPG সিলিন্ডারের দাম। মূল্যবৃদ্ধির বাজারে ফের নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের।
বাণিজ্যিক ব্যবহারের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG) সিলিন্ডারের দাম বুধবার আবার বাড়ল। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ১০০ টাকা বাড়ানো হয়েছে। ১ নভেম্বর দাম বৃদ্ধি পাওয়ার একমাস পর আবার বাড়ল দাম।
India's GDP growth: করোনার মধ্যেও ছন্দে ফিরছে ভারতের অর্থনীতি, ঊর্ধ্বমুখী GDP গ্রাফ
১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন দিল্লিতে (Delhi) হবে ২১০১ টাকা। মুম্বইতে (Mumbai) LPG বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ২,০৫১ টাকা। কলকাতায় (Kolkata) প্রতি সিলিন্ডারের দাম ২,১৭৪.৫০ টাকা। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ২,২৩৪.৫০ টাকা।