রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে সুর চড়়ান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এবার মনের মধ্যে জমে থাকা অভিমান জানিয়ে দিলেন তিনি। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) ভাই বলে সম্বোধন করে তিনি জানান, সব কুকথা প্রত্যাহার করতে চান তিনি।
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের একাধিক নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলত্যাগীদের সেই সময় কড়া ভাষায় আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচন মিটতেই রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরেছেন। সেটা কোনও ভাবেই মেনে নিতে পারেননি তৃণমূল সাংসদ। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে জানালেন, যেভাবে দলত্যাগীরা ফিরে আসছে, হয়তো তুইও ফিরে আসবি। আমার থেকেও নেতৃত্বের কাছের হয়ে যাই। রাগ করিস না, পারলে ভুলে যাস।
রাজীব বন্দ্যোপাধ্যায় দলে ফেরার পরই সুর চড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানান, কেউ কথা রাখেনি। এদিন ব্যাঙ্গের মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ।