আজ জন্মাষ্টমী।বিশেষ এই দিনে যদি নিয়ম-নিষ্ঠা মেনে গোবর্ধনের আরাধনা করা যায়, তাহলে কাঙ্খিত ফল মেলে। জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। অর্থ লাভ তো হয়ই, পাশাপাশি সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।
কী সেই নিয়ম?একটি হলুদের গাঁট নিয়ে তা হলুদ কাপড় দিয়ে মুড়িয়ে গোপালের চরণে রেখে দিতে হবে। পুজো সম্পন্ন হলে তা টাকা রাখার স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়। এতে সংসারে অর্থকষ্ট হয় না।
ময়ূরের পালক শ্রী কৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাঁর মুকুটেও শোভা পায়। তাই জন্মাষ্টমীর দিন বাড়িতে ময়ূরের পালক আনা শুভ বলে মনে করা হয়।হলুদ রং কেশবের পছন্দ। তাই হলুদ রঙের ফুল দিয়ে পুজো করলে তিনি তুষ্ট হবেন আর আপনার মনের কামনা পূর্ণ হবে।
কৃষ্ণের চরণে পদ্মফুল অর্পণ করুন। এতে বিষ্ণুদেবের পাশাপাশি লক্ষ্মী দেবীও তুষ্ট হন। আর আপনার সংসারের সমৃদ্ধি বজায় থাকে।