কাতার বিশ্বকাপের (Qatar World Cup) কোয়ালিফায়ার্সে নর্দার্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইতালি (Italy)। যার ফলে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন কঠিন হয়ে গেল ইউরো চ্যাম্পিয়নদের (Euro Cup Winners)।
বুলগেরিয়াকে (Bulgeria) ৪-০ গোলে হারিয়ে গ্রুপ সির শীর্ষে আছে সুইজারল্যান্ড (Switzerland)। এই ম্যাচের দিকেই নজর ছিল ইতালির। কিন্তু সুইজারল্যান্ড জেতায় প্লে-অফ (Play Off) খেলতে হবে ইতালিকে।
প্লে-অফের অভিজ্ঞতা ভালো নয় ইতালির। ২০১৮ বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি টিম। কোয়ালিফায়ার্সে সুইডেনের বিরুদ্ধে হেরে বিশ্বকাপের আগেই বিদায় নেয় তাঁরা।