জলবায়ু সম্মেলনের ফাঁকে মঙ্গলবার খোশমেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সম্মেলনের মাঝে ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের (PM Bennett) সঙ্গে প্রথম বৈঠক করলেন মোদী। সেখানেই মজা করতে দেখা গেল তাঁদের। মোদিকে ইজরায়েলের সবথেকে পছন্দের রাষ্ট্রনেতা বললেন বেনেট। নিজের পার্টিতে আমন্ত্রণ করলেন ভারতের প্রধানমন্ত্রীকে।
বৈঠকে দ্বিপাক্ষিক চুক্তি ও দুই দেশের কোন কোন বিষয়ে এগিয়ে আসা যায়, তা নিয়ে আলোচনা করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। নয়া প্রযুক্তি ও উদ্ভাবন নিয়েও কথা হয়েছে তাঁদের। সোমবার প্রথম জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় হয় নাফতালি বেনেটের।
ভিডিওতে দেখা যায়, ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, তাঁদের দেশের পছন্দের রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদী। এর উত্তরে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী। এরপর মোদীকে তাঁর পার্টিতে আমন্ত্রণ করেন বেনেট।