৭৫ তম স্বাধীনতা দিবস। ২০০ বছরের পরাধীনতা থেকে মুক্তির প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের শুরু আজ থেকে। আয়োজনও তাই বিশেষ। এই দিনে নতুন করে সেজে উঠবে হাওড়া ব্রিজ, শহিদ মিনার সহ কলকাতা নামের সঙ্গে মিশে থাকা শহরের সব স্থাপত্য। তবে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়ার পরীর চুল ছুঁয়ে উড়বে ৭৫০০ বর্গ ফুটের তেরঙ্গা। এবারের স্বাধীনতা দিবস এভাবে স্মরণীয় করে রাখতে পতাকাটি দান করছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। এই উপলক্ষে পতাকা উত্তোলনে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ভিক্টোরিয়ায়।
১৫০ ফুট বাই ৫০ ফুটের পতাকাটির ওজন প্রায় ৭০ কেজি। তৈরি করেছেন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের (HMI) সদস্যরা। ৭৫০০ বর্গ ফুটের ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলনের অনুষ্ঠানে অংশ নেবে ‘ইন্ডিয়াটুরিজম কলকাতা’ বিভাগ।