উৎসবের মরশুমে নতুন করে করোনার চোখ রাঙানির মধ্যেও স্বস্তি দিচ্ছে কমতে থাকা সক্রিয় রোগীর সংখ্যা।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৪২৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে খানিকটা কম। দেশে এখনও পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৪২ লক্ষ ৯৬ হাজার ২৩৭ জন। তবে দেশে মৃতের সংখ্যা ফের বাড়ল। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৪৩ জন। যা গতকাল ছিল ২৫১। দেশে এখনও অবধি করোনার বলি ৪ লক্ষ ৫৮ হাজার ৮৮০ জন।