গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত (Covid Affected) হলেন ৮৬০৩ জন। মৃত্যু হয়েছে ৪১৫ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) রিপোর্ট অনুযায়ী, দেশে সক্রিয় কোভিড রোগীর (Active Cases) সংখ্যা ৯৯,৯৭৪।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮১৯০ জন। এখনও পর্যন্ত দেশে করোনা জয় করে ফিরেছেন মোট ৩ কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৮৫৬ জন। সুস্থতার হার ৯৮.৩৫ শতাংশ।
এখনও পর্যন্ত দেশে কোভিডে (Covid 19) মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭০ হাজার ৫৩০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড টেস্ট করিয়েছেন ১২ লক্ষ ৫২ হাজার ৫৯৬ জন। দেশে ভ্যাকসিনেশন হয়েছে ১২৬ কোটি ৫৩ লক্ষ দেশবাসীর।