India's GDP growth: করোনার মধ্যেও ছন্দে ফিরছে ভারতের অর্থনীতি, ঊর্ধ্বমুখী GDP গ্রাফ

Updated : Dec 01, 2021 08:20
|
Editorji News Desk

২০২০-২১ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য ভারতীয় জিডিপি (GDP) বৃদ্ধির হার ৮.৪ শতাংশ। আগের আর্থিক বছরের একই সময়ের ৭.৪ শতাংশ সংকোচনের মুখোমুখি হয়েছিল ভারত। সরকারি তথ্য অনুযায়ী,  অর্থনৈতিক পুনরুদ্ধার অনেকটাই জোরদার হয়েছে।

 এনএসও-র (NSO) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ২০২১-২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৫.৭৩ লক্ষ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে যা ছিল ৩২.৯৭ লক্ষ কোটি টাকা। তবে চলতি অর্থবর্ষের এপ্রিল- জুন ত্রৈমাসিকে অর্থনৈতিক বৃদ্ধির হারে যে নজরকাড়া লাফ দেখা গিয়েছিল ততটা না হলেও টানা চতুর্থ ত্রৈমাসিকে ডিজিপি বৃদ্ধির হার ইতিবাচক অবস্থানেই রইল।


সরকারি তথ্য অনুযায়ী, ২০২১- ২০২২ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধির (financial growth) পরিমাণ চিল ২০.১ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, চলতি অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক পুনরুদ্ধার আগের বছরের তুলনায় মজবুত হয়েছে। করোনা সংকটের জেরে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি গত বছর গভীর মন্দার শিকার হয়। সেই প্রভাব ক্রমশ কাটছে। 

চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থনৈতিক বৃদ্ধি মূলত কৃষি, খনি, উৎপাদন, বিদ্যুৎ ও জল সরবরাহ, পরিবহণ, যোগাযোগ এবং রিয়েল এস্টেটের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বৃদ্ধিরই প্রতিফলন। 

এই নিয়ে টানা চতুর্থ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধি অব্যাহত রইল ভারতীয় অর্থনীতিতে। 

Growth RateGDPIndian economy

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে