নির্দিষ্ট সময়ে আয়কর জমা দিয়েও রিফান্ড ঢোকেনি? কমবেশি এই সমস্যায় পড়েছেন অনেকেই। ট্যাক্স রিটার্নের সময় কিছু স্টেপ না মানলে রিফান্ড ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো।
রিফান্ড ফেরত পাওয়ার আগে এই প্রাথমিক বিষয়গুলো জেনে নেওয়া জরুরি...
১. ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না থাকলে ঢুকবে না রিফান্ড।
২. ইনকাম ট্যাক্সের ই-ফিলিং সাইটে ঢুকে প্রিভ্যালিডেটেড করাতে হবে।
৩. সাইটে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট লিঙ্ক থাকলে নেটব্যাঙ্কিং বা ইভিসির মাধ্যমে প্রিভ্যালিডেটেড করানো যায়।
৪. প্রিভ্যালিডেটেড করানোর আগে আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক আছে কিনা, অবশ্যই দেখে নেবেন।
৫. ব্যাঙ্ক অ্য়াকাউন্টের নাম ও ট্যাক্স ফাইল করার নামের বানান অবশ্যই এক থাকতে হবে।
কীভাবে করবেন, চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক-
স্টেপ ১: ইনকাম ট্যাক্স ই-ফিলিং ওয়েবসাইটে যান। নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
স্টেপ ২: প্রোফাইল সেটিংসে যান। প্রিভ্যালিডেট ইওর ব্যাঙ্ক অ্য়াকাউন্ট বলে একটি অপশন আসবে।
স্টেপ ৩ : আপনার যদি প্রিভ্যালিডেট না করানো থাকে, তবে আপনাকে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট অ্য়াড করতে হবে।
ব্যাঙ্ক অ্য়াকাউন্ট অ্য়াড করতে গেলে লাগবে-
স্টেপ ৪: এই সব দেওয়ার পর প্রিভ্যালিডেট অপশনে ক্লিক করলে ইনকাম ট্যাক্স বিভাগ আপনাকে একটি অ্য়াকনলেজমেন্ট স্লিপ পাঠাবে।
Note: ব্যাঙ্ক অ্য়াকাউন্টের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক না করা থাকলে প্রিভ্যালিডেট করা যাবে না।