Coronavirus-এর চিকিৎসা সংক্রান্ত নির্দেশিকায় দু'টি পরিচিত ওষুধকে বাদ দিল ICMR।
ICMR-এর নতুন নির্দেশিকায় করোনার বিরুদ্ধে যুদ্ধের হাতিয়ার হিসাবে আইভারমেক্টিন (Ivermectin) এবং হাইড্রক্সিক্লোরোকুইনের (Hydroxychloroquine)
নাম নেই। কোভিডের বিরুদ্ধে যুদ্ধে এই দু’টি ওষুধ যথেষ্ট উপযোগী, এমন কোনও প্রমাণ মেলেনি বলেই সংস্থার বিশেষজ্ঞদের দাবি।
আইসিএমআর-এর সংক্রামক রোগ বিভাগের প্রধান সমীরণ পন্ডা জানিয়েছেন, এই দু’টি ওষুধ কোভিড চিকিৎসার জন্য উপযুক্ত কিনা তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। অবশেষে বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিয়েছেন, যে হেতু দু’টি ওষুধের যথেষ্ট কার্যকারিতার প্রমাণ পাওয়া যায়নি, তাই কোভিড চিকিৎসার তালিকা থেকে বাদ দেওয়া হল এগুলিকে।
Covid 19: করোনার মারণ ক্ষমতা থাকবে না, সাধারণ জ্বরের মতোই সহজ হয়ে যাবে এই রোগ, দাবি বিশেষজ্ঞদের
গত মে মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (DGHS) কোভিড চিকিৎসায় আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছিল। সেই নিয়ে বিস্তর আলোচনাও হয়েছিল। কিন্তু তখন আইসিএমআর তাদের সঙ্গে সহমত হয়নি। পরে অবশ্য সিদ্ধান্ত বদল করল তারা।