কোভিডের নতুন প্রজাতি (Covid New Variant) ওমিক্রনের (Omicron) জন্য বাতিল হল মেয়েদের বিশ্বকাপের (Women World Cup) কোয়ালিফায়ার্স। শনিবার একথা ঘোষণা করল ICC। জিম্বাবোয়ের হারারেতে এই কোয়ালিফায়ার্স হওয়ার কথা ছিল।
২০২২ মহিলা ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ জিম্বাবোয়ে। কোভিডের নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে চিন্তিত ICC। প্রতিযোগী দেশগুলো কীভাবে অংশ নেবে, তা নিয়েও নিশ্চিত নয় ক্রিকেট নিয়ামক সংস্থা। কোভিডের নতুন প্রজাতির ভাইরাস নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। তাই কোয়ালিফায়ার্স ম্যাচ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ICC।
দক্ষিণ আফ্রিকার (South Africa) বিভিন্ন দেশের যাত্রীদের সফরে নতুন গাইডলাইন আনা হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা বিরাট-রোহিতদেরও। সেই সফরও বাতিল হওয়ার সম্ভাবনা আছে।