আবার কলকাতা সহ পশ্চিমবঙ্গের বাজার ভরিয়ে তুলবে জলের রূপোলী ফসল। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসতে চলেছে বিপুল সংখ্যক ইলিশ। কালীপুজো এবং ভাইফোঁটার আগেই ইলিশ পৌঁছে যাবে এই রাজ্যে। এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ।
ঢাকার সচিবালয় থেকে এই মর্মে একটি নির্দেশ প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, ইলিশের প্রজননের মরসুম চলছিল। তাই ৪ থেকে ২৫ অক্টোবর বাংলাদেশে ইলিশ ধরা, নিয়ে যাওয়া, বাজারে বিক্রি করা, সবই পুরোপুরি নিষিদ্ধ ছিল। সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। তবে বাংলাদেশে ১১৫ জন ইলিশ রফতানিকারীকে ৪০ মেট্রিক টন করে ইলিশ ভারতে পাঠানোর ছাড়পত্র দিয়েছিল ঢাকা। ১০৮০ মেট্রিক টন গত ৪ অক্টোবরের মধ্যে এসে পৌঁছয়।
Coronavirus: কালীপুজোর আগে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি
দুর্গাপুজোর আগে এটাই ছিল জোগান। যা ফুরিয়ে এসেছে। কিন্তু আগামী ৫ নভেম্বরের মধ্যে আরে বেশ কিছু ইলিশ মিলবে। ১০০০ টন মতো ইলিশ ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। আজ, বুধবার পেট্রাপোল সীমান্ত দিয়ে ইলিশ পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে।