২২ গজের লড়াই এবার পরিণত হল কুৎসিত বাকযুদ্ধে। দুই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড় হরভজন সিং এবং মহম্মদ আমিরের টুইট যুদ্ধকে কেন্দ্র করে মঙ্গলবার কলঙ্কিত হল বিশ্ব ক্রিকেটের ঐতিহ্য।
T20 বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তান ভারতকে হারানোর পর আমির ভাজ্জিকে খোঁচা দেন। এর পাল্টা দিতে আমিরকে মারা তাঁর ছক্কার একটি ভিডিও শেয়ার করেন ভাজ্জি। এরপর জল বহুদূর গড়ায়। একে অপরকে ব্যঙ্গ-বিদ্রুপ করা শুরু হয়। হরভজনের ৪ বলে পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির মারা ৪টি ছয় মারার ভিডিও শেয়ার করেন মহম্মদ আমির।
এরপরই হরভজন মেজাজ হারিয়ে ২০১০ এ লর্ডসে আমিরের বেটিং কেলেঙ্কারির সেই 'নো বল' প্রসঙ্গ টেনে আনেন।
এর মধ্যেই আরও একবার আমির হরভজনকে মনে করান কীভাবে T20 বিশ্বকাপে এবার পাকিস্তান ভারতকে হারিয়েছে। টুইটারে এই বাকবিতণ্ডা দীর্ঘক্ষণ ধরে চলেছে।