Gariahat double murder update: গড়িয়াহাট জোড়া খুনের রহস্যভদ, ধরা পড়ল আরও দুই অভিযুক্ত

Updated : Oct 22, 2021 17:28
|
Editorji News Desk

কাঁকুলিয়া জোড়া খুনের ঘটনায় জড়িত সন্দেহে ধৃত মিঠু হালদারের বড় ছেলের দুই বন্ধুকে আটক করল কলকাতা পুলিশ। শুক্রবার ভোরে সুন্দরবন পুলিশ জেলার গোবর্ধনপুর উপকূল থানার বুড়োবুড়ির তট থেকে দুজনকে আটক করে পুলিশ।

ধৃতদের নাম বাপি মন্ডল এবং জাহির গাজী, দু'জনেই ডায়মন্ড হারবার থানা এলাকার বাসিন্দা। ধৃত মিঠু মোটা টাকার কাজের টোপ দিয়ে ওই দু'জনকে কলকাতায় নিয়ে এসেছিলেন বলে জানা যায়। তারাও খুনের ঘটনায় জড়িত বলে অনুমান পুলিশের।

পুলিশ সূত্রে খবর, ধৃত মিঠুকে জেরা করে তাঁর বড় ছেলে ভিকির দুই বন্ধুর নাম জানা যায়। বাপি মন্ডল নামে ঐ যুবক ডায়মন্ড হারবারের রামরামপুরের বাসিন্দা। তাঁর স্ত্রী বন্দনা পরিচারিকার কাজ করতেন। সেই সূত্র ধরে বন্দনার সঙ্গে মিঠুর পরিচয়। পুজোর আগে মিঠুই বাপিকে কলকাতায় মোটা টাকার কাজের টোপ দেয়। এরপর স্থানীয় মঞ্জিতা এলাকার বাসিন্দা জাহির গাজীকে নিয়ে কলকাতায় রওনা দিয়েছিল বাপি৷

তবে মিঠু গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বাপি ও জাহির দু'জনেই এলাকা ছেড়ে চম্পট দেয়। সুন্দরবন পুলিশ জেলার গোবর্ধনপুর উপকূল থানার বুড়োবুড়ির তটে বাপির দিদির বাড়িতে আত্মগোপন করেছিলেন তাঁরা। এরপর শুক্রবার ভোরে সুন্দরবন পুলিশের সহযোগীতায় দু'জনকে আটক করে কলকাতা পুলিশ। এদিনই তাঁদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। তবে আটক হওয়া দু'জন খুনের ঘটনায় কি ভাবে জড়িত ছিল সে বিষয়ে এখনও স্পষ্ট কোন তথ্য জানায়নি পুলিশ। মিঠুর কথার সূত্র ধরে দুই বন্ধুকে আটক করলেও এখনও অধরা মূল অভিযুক্ত ভিকি।

Gariahat MurdersKolkata Police

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট