তাপমাত্রা কমলেও ডেঙ্গির (Dengue Fever) প্রকোপ কমছে না। সপ্তাহের শেষ দিকে ফের নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) দিয়েছে আবহাওয়া দফতর। তাতে ডেঙ্গির সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসক মহলের।
এই বছরে অতিরিক্ত বৃষ্টি ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। জমা জলে বাড়ছে মশাবাহিত রোগও। ডিসেম্বর মাসেও আন্দামান সাগরে (Andaman Sea) নিম্নচাপ ঘণীভূত হচ্ছে। তার ফলে আরও বাড়তে পারে মশাবাহিত রোগ। ডেঙ্গি ছাড়াও বাড়ছে ম্যালেরিয়া (Malaria) আক্রান্ত রোগীর সংখ্যাও। সব বয়সের লোকই ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন বলে খবর হাসপাতাল সূত্রে।
করোনায় (Covid 19) ঘরবন্দী অধিকাংশ মানুষ। অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকায় জমা জলে মশার লার্ভা জন্মাচ্ছে। মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছে অনেক পরিবার। অধিকাংশ রোগী ডায়েরিয়া, গাঁটে ব্যথা, প্লেটলেট কমে যাওয়ার মতো উপস্বর্গ দেখা যাচ্ছে।