গোটা এপ্রিল মাস জুড়েই চলবে করোনার টিকাকরণ। এমনকী, সরকারি ছুটির দিনেও বন্ধ থাকবে না টিকাকরণ। সরকারি বা বেসরকারি কোনও ক্ষেত্রেই একদিনের জন্যও টিকাকরণ বন্ধ থাকবে না। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। আর এই পরিস্থিতিতে টিকাকরণ আরও জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ৪৫ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের টিকাকরণ প্রক্রিয়া। যদিও করোনা আক্রান্তের সংখ্যা কমানোর জন্য সব বয়সের মানুষকেই টিকা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করেছে বিরোধী দলগুলি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭২ হাজার। গত ৫ মাসের মধ্যে যা সর্বোচ্চ।