করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে অক্সিজেনের অভাব ছিল। কিন্তু সেই অভাবে একজনেরও মৃত্যু হয়নি, হিসেব দিল কেন্দ্র। কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালের প্রশ্নের উত্তরে এ কথা জানাল কেন্দ্র। পাশাপাশি, জানিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য রাজ্যেতালিকাভুক্ত বিষয়। কোভিডে মৃত্যুর বিষয়ক পরিসংখ্যান কেন্দ্র পায় রাজ্য সরকারের কাছ থেকে। কোনও রাজ্য থেকেই অক্সিজেনের অভাবে কোনও মৃত্যুর খবর কেন্দ্রের কাছে আসেনি। তবে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে, দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের চাহিদা বিপুল বেড়ে গিয়েছিল। করোনার প্রথম ঢেউয়ের সময় অক্সিজেনের সর্বোচ্চ চাহিদা ছিল ৩ হাজার ৯৫ মেট্রিক টন, কিন্তু দ্বিতীয় ঢেউয়ের সময় সেই চাহিদা বেড়ে হয় ৯ হাজার মেট্রিক টন।