মাত্র ১৭ দিনে দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা ২০০ পেরিয়ে গিয়েছে। এই অবস্থায় রাজ্যগুলিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার (Government of India)। বলা হয়েছে, তৈরি করতে হবে ওয়রআরুম (War Room), জারি করতে হবে নৈশকালীন কার্ফু।
Omicron: নাইজেরিয়া থেকে কলকাতায় আসা বৃদ্ধ কোভিড আক্রান্ত, ওমিক্রন কি না জানতে জিন পরীক্ষা
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের (Delta variant) থেকে ৩ গুণ বেশি সংক্রামক ওমিক্রন। তাই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিধিনিষেধ আরোপে আরও কড়া হতে হবে। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে বলে রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে লিখেছেন রাজেশ ভূষণ।