শনিবার থেকে শুরু হতে চলা T-20 বিশ্বকাপ মাতিয়ে দেবেন দুই ভারতীয় ক্রিকেটার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান এবং উইকেট শিকারী হবেন তাঁরা। এমনই মত প্রাক্তন অজি ফাস্ট বোলার ব্রেট লির।
ব্রেট লির মতে এ বারের টি২০ বিশ্বকাপের সেরা ব্যাটার হবেন লোকেশ রাহুল। বোলার হিসেবে সব চেয়ে বেশি উইকেট নেবেন মহম্মদ শামি। আইসিসি-র একটি নিবন্ধে লি লেখেন, ‘ভারতের প্রথম পাঁচ ব্যাটার এবং বোলাররা যে রকম ছন্দে রয়েছে তাতে ওরাই বিশ্বকাপ জয়ের দাবিদার। এই প্রতিযোগিতায় সব চেয়ে বেশি রান করতে পারে লোকেশ রাহুল, সব চেয়ে বেশি উইকেট নিতে পারে মহম্মদ শামি। শেষ কয়েক মাসে ওরা খুব ভাল ছন্দে রয়েছে।’
BCCI: আইপিএলের নতুন সম্প্রচার স্বত্ব বাবদ ৫০০ কোটি ডলার পাবে বিসিসিআই!
ব্রেট লির মতে এই দুই ক্রিকেটার যদি ছন্দে থাকে তা হলে ভারতকে আটকানো বেশ কঠিন হবে।