কলকাতা পুরসভা নির্বাচন (KMC Election) নিয়ে প্রবল অস্বস্তি গেরুয়া শিবিরের অন্দরে। বস্তুত, অধিকাংশ ওয়ার্ডে বিজেপি এখনও পর্যন্ত প্রচারই শুরু করতে পারেনি ঠিক ভাবে।
বিজেপি কলকাতা পুরসভার ভোট পরিচালন কমিটি গঠন করে ১৭ নভেম্বর। সেই কমিটিতে স্থান দেওয়া হয় কলকাতার বাইরের নেতা, বিধায়ক ও সাংসদদের। সেই কমিটি সাকুল্যে ১টা মিটিং করেছে মাত্র। অথচ আর ১২ দিনও বাকি নেই কলকাতা পুরভোটের।
Kajari Banerjee: মমতার ভ্রাতৃবধূ কাজরীর সম্পত্তির পরিমাণ প্রায় ৪ কোটি
ইতিমধ্যেই দুটি ওয়ার্ডের বিজেপি(BJP) প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন৷ ১৪৪টির মধ্যে কতগুলিতে লড়াই দেওয়া সম্ভব,তা নিয়ে সংশয়ে বিজেপি নেতৃত্ব। তৃণমূল জোরকদমে প্রচার শুরু করলেও দেখা নেই বিজেপির হেভিওয়েটদের।