তৃতীয় ঢেউ থেকে শিশুদের সুরক্ষা জোগাতে পারে বায়োলজিক্যাল-ই’ (Biological-E)-র করোনা ভ্যাকসিন। শুক্রবারই কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, বায়োলজিক্যাল-ই সংস্থাকে দ্বিতীয় ও তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে।
৫ থেকে ১৮ বছর বয়সীদের উপর এই ট্রায়াল চালানো হবে বলে জানানো হয়েছে। এই সংস্থার তৈরি করোনা টিকা কোর্বেভ্যাক্স (Corbevax)সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি প্রোটিন ভিত্তিক ভ্যাকসিন।
শিশুদের ভ্যাকসিনে দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের অনুমতি দেওয়ার পাশাপাশি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া প্রাপ্তবয়স্কদের উপর তৃতীয় দফার ট্রায়াল চালানোর অনুমতিও দিয়েছে।