প্রতি চারবছর অন্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। উনবিংশ শতকের মাঝামাঝি সময় থেকেই নভেম্বরের প্রথম মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। কিন্তু কেন? নির্বাচনের বছরগুলিতে কেন একই দিনে নির্বাচন হয়? জেনে নিন এর পিছনে কারণ কী?
উল্লেখ্য বিগত ১৭০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। ১৮৪৫ সালে মার্কিন কংগ্রেস হয়। সেই বৈঠকেই নভেম্বরের প্রথম সোমবারের পরের দিন অর্থাৎ মঙ্গলবারকেই নির্বাচনের দিন হিসেবে ঘোষণা করা হয়। এর পিছনে রয়েছে একটি বড় কারণ।
১৮৪০ সালের আগে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হলেও কোনও নির্দিষ্ট দিন ধার্য্য করা হয়নি। তখন প্রতিটি প্রদেশ নির্বাচনের তারিখ আলাদা আলাদা ভাবে স্থির করত। সেই সময়, ইলেকট্ররাল কলেজ মিট-এর আগের ৩৪ দিন ধরে ভোট গ্রহণ এবং গণনা পর্ব চলত। ১৮৪৪ সালে যে নির্বাচন হয়েছিল সেইসময় নভেম্বর মাসের শুরু থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হলেও শেষ হয়েছিল ডিসেম্বর মাস পর্যন্ত।
কিন্তু কেন মঙ্গলবারই দিন ধার্য করা হয়েছে?
মঙ্গলবার ভোট গ্রহণের দিন নির্ধারিত করার পিছনে রয়েছে দুটি কারণ। প্রথমত, ১৮০০ সালের পরবর্তী সময়ে ২১ বছরের বেশি বয়সী ভোটারদের সংখ্যা বিপুলভাবে বাড়তে শুরু করে। যার ফলে ভোটদান প্রক্রিয়াকে আরও সুবিন্যস্ত করার জন্যই একদিন ভোট প্রক্রিয়া করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
দ্বিতীয়ত, ৩৪ দিন ধরে যখন ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া চলত, সেইসময় প্রথমের দিকে যে প্রদেশগুলিতে ভোট গণনা হয়ে যাওয়ার পর ফলাফলের প্রভাব পড়ত পড়ের দিকের প্রদেশগুলির ভোটদানে। সেই কারণেই একই দিনে ভোটগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছিল।
উনবিংশ শতকে কৃষিভিত্তিক অঞ্চল ছিল আমেরিকা। বসন্ত বা গ্রীষ্মকালে ভোট হলে সমস্যায় পড়তে হত চাষিদের। সেইকারণে মার্কিন কংগ্রেসের বৈঠকে নভেম্বরের প্রথম সোমবারের পরের দিন অর্থাৎ মঙ্গলবার ভোট প্রক্রিয়া সম্পন্ন করার দিন ধার্য করা হয়। চাষি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের যাতে ভোটপ্রক্রিয়ায় অংশ নিতে সুবিধা হয় তার জন্যই এই উদ্যোগ।