হাড্ডাহাড্ডি। বুথ ফেরত সমীক্ষাকে কার্যত ভুল প্রমাণ করল আমেরিকা। ট্রাম্প বনাম কমলার লড়াইয়ে এখনও পর্যন্ত এগিয়ে রিপাবলিকানরা। ভারতীয় সময় ভোর থেকেই শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের গণনা। ব্যালটের যুদ্ধে এই ফল যেকোনও সময়ে ঘুরতে পারে বলে দাবি আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের। প্রাথমিক ভাবে পিছিয়ে থেকে শুরু করেছিলেন ট্রাম্প। কিন্তু প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে ফলের ছবি।
তবে, এ বছরও মার্কিন ভোটে লেগেছে ছাপ্পার হাওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ পেনসেলভিনিয়ায় ছাপ্পা ভোটের অভিযোগ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত ১৫টি প্রদেশে থেকে গণনার খবর পাওয়া যাচ্ছে। গণতন্ত্র, অর্থনীতি, গর্ভপাত, অভিবাসন এবং বিদেশি নীতি। এই পাঁচটি ইস্যুর এবার ভোট হয়েছে আমেরিকায়।
তাতে এখনও পর্যন্ত ফ্লোরিডা, টেক্সাসের মতো জায়গায় নিজেদের গড় ধরে রেখেছে রিপাবলিকানরা। কমলার ঝুলি ভরেছে, নিউইয়র্কের মতো শহুরে এলাকায়। কিন্তু ছবি এখনও বাকি রয়েছে বলেই দাবি আমেরিকানদের। যে সাতটি প্রদেশ এই নির্বাচনের ফ্যাক্টর হতে পারে, সেখানে এখনও গণনা শুরু হয়নি। রাজনৈতিক মহলের মতে, এই সাতটি প্রদেশের চারটিতে যারা এগিয়ে থাকবে, ওয়াশিংটন কার্যত তাদের।