ডোনাল্ড ট্রাম্পের হাতে নয়। আমেরিকা থাকবে মার্কিনদের হাতে। শিকাগো থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়ে ঘোষণা কমলা হ্যারিসের। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন কমলা। ডেমোক্র্যাটতে তিন দিনের জাতীয় কনভেশন চলছিল শিকাগোতে। সেখানে কমলাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে বেছে নেওয়া হল।
কূটনৈতিক মহলের দাবি, প্রথম ভাষণেই কমলার গলায় শোনা গিয়েছে, সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি। যা মনে করাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ, সবকা বিকাশ স্লোগানকে। কারণ, ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে মার্কিন জনগণের কাছে কমলার অনুরোধ তাঁর সরকারে সবাই সমান সুবিধা পাবেন। তাই কোনও ভাবেই মার্কিনদের আর অনাহূত ভাবার কিছু নেই।
স্বাস্থ্য থেকে শিক্ষা, রাজনীতি থেকে বিদেশনীতি এদিন সব বিষয়ে নিজের মতামত এদিন তুলে ধরেন কমলা। দাবি করেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসাবে তিনিই প্রথম রুশ-ইউক্রেন যুদ্ধ রোখার প্রবল চেষ্টা করেছিলেন। তবে এবার ডেমোক্র্যাটরা মসনদে বসার আগে কমলার প্রতিশ্রুতি, যুদ্ধ নয়, আমেরিকার ভিত শক্ত হবে অর্থনীতির উন্নতির হাত ধরে।
আগামী ৫ নভেম্বর আমেরিকাতে হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে ঘরের মেয়ের দিকে তাকিয়ে তামিলনাড়ুর গ্রাম থিরুভর। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কমলা হ্যারিসের নামের উপর সিলমোহর বসার পরেই শুরু হয়েছে উৎসব।