২৫ বছরের যুবতী প্রথমবার বিমানে চড়লেন! ভাল কথা! কিন্তু তাকে জায়গা করে দিতে সরাতে হল ইকোনমিক ক্লাসের ছ'টি আসন। কেন? কারণ একটাই, তিনি তো আর যে সে মহিলা নন, বিশ্বের সবচেয়ে লম্বা মহিলা বলে কথা!
তুরস্কের বাসিন্দা রুমেইসা গেলগির উচ্চতা ৭ ফুট! ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ রয়েছে তাঁর নাম। সম্প্রতি বিমানে করে ইস্তানবুল থেকে সান ফ্রান্সিসকো গেলেন রুমেইসা। ১৩ ঘণ্টার যাত্রায় রুমেইসা বসলেন কোথায়? , ইকোনমিক ক্লাসের ছয়টি আসনকে একটি স্ট্রেচারে পরিণত করেছিল বিমান কর্তৃপক্ষ। সেখানেই শুয়ে শুয়ে দিব্যি গেলেন তিনি।
Tolly stars in Europe: স্বস্তিকা-ঐন্দ্রিলা-সন্দীপ্তা... ইওরোপে মজেছেন টলিপাড়ার তারকারা
বিশ্বের সবচেয়ে লম্বা মহিলাকে সহযাত্রী হিসেবে পেয়ে তাঁর সঙ্গে ছবি তোলার লোভ সামলাতে পারলেন না অনেকেই।