নতুন ফিচার আনছে হোয়াটসঅ্য়াপ। মেসেজ পাঠানো আরও সহজ হয়ে যাবে। এবার পাঠানো মেসেজ নতুন করে এডিট করার সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপ গ্রাহকরা। ডিলিট করার প্রয়োজন পড়বে না।
আপাতত IOS ফোনের জন্য এই নতুন ফিচার নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপের নতুন আপডেট এই ফিচার চলে আসবে। মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত এই মেসেজ এডিট করা যাবে। অনেক সয়ম মেসেজ পাঠানোয় ভুল টাইপ হয়ে যায়। মেসেজ মুছে ফেলা ছাড়া উপায় থাকে না। এবার সেই মেসেজটি এডিট করার সুযোগ থাকবে। আরও কিছু চাইলে যুক্তও করা যাবে।
তবে কোনও ছবি, ভিডিয়ো, ক্যাপশন এডিট করা যাবে না। আপাতত আইওএস ভার্সনের জন্য এই ফিচারের কাজ চলছে। দ্রুত বিটা টেস্টিং করবে মেটা।