মানুষের প্রিয়তম বন্ধু বলা হয় কুকুরকে। যুধিষ্ঠির সঙ্গে মহাপ্রস্থানের পথে হাঁটা কুকুরটি থেকে শুরু করে মহাকাশে পাঠানো 'লাইকা'- মানবসভ্যতার ইতিহাসে কুকুরের সঙ্গে মানুষের সু-সম্পর্কের এমন নিদর্শন ভুরিভুরি। তবে, ব্যতিক্রম তো সবক্ষেত্রেই থাকে। এক্ষেত্রেও রয়েছে। কয়েকদিন আগেই ছেলের পোষ্য পিটবুলের আক্রমণে মায়ের মৃত্যুর ঘটনার খবর ছড়িয়েছিল দেশজুড়ে। এবার সামনে এলো গরুকে পিটবুলের (Pitbull attacked cow) আক্রমণের দৃশ্য!
আরও পড়ুন: ভাড়া না দিতে পারায় পড়ুয়াদের বাসে তুলতে অরাজি চালক, অভিনব প্রতিবাদ জানালেন প্রিন্সিপাল
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের (Pitbull viral video) সারসাইয়া ঘাটে। দেখা যাচ্ছে, অত্যন্ত নৃশংসভাবে একটি বড় গরুর চোয়াল কামড়ে ঝুলে পড়েছে পিটবুল। এত জোর সেই কামড়ে যে, কিছুতেই ওই সারমেয়টিকে ছাড়ানো যাচ্ছে না। যন্ত্রণায় কঁকিয়ে (Pitbull attacked cow) উঠছে গরুটি। উপস্তিত জনতাদের ক্রমাগত লাঠির বাড়ি মারা সত্ত্বেও গরুটিকে ছাড়ছিল না পিটবুলটি। যদিও, এক সময় সে হাল ছাড়তে বাধ্য হয়! যন্ত্রণায় ছটফট করতে করতে সরে যায় গরুটি।
ঘটনাটির ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল (Pitbull attacked cow) হয়েছে টুইটারে। শেয়ার করেছেন অজস্র নাগরিকও।