সামনে লম্বা সিরিজ। আসছে অস্ট্রেলিয়া। তারপর আইপিএল। আর এই বছরেই ঘরের মাঠে বিশ্বকাপ। এই সবকিছুর আগে এক অন্য শান্তির খোঁজে বিরাট কোহলি। সঙ্গে স্ত্রী অনুঙ্কা শর্মা। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে উত্তরাখণ্ডের ঋষিকেশে স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে বিরাট ও অনুষ্কা। তাহলে কী এবার আধ্যাত্মিকতার খোঁজেই কী কোহলি দম্পতি। তবে, অন্যবার ছুটিতে মেয়ে ভামিকাকে দেখা যায়। এবার কিন্তু ছবিতে নেই ভামিকা। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
স্বামী দয়ানন্দের ভক্ত তালিকায় রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ২০১৫ সালে এই আশ্রমে গিয়েছিলেন তিনি। এই ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, আশ্রমের সভাঘরে বসে আছেন অনুষ্কা এবং বিরাট। এএনআই সূত্রে খবর, দম্পতি আশ্রমের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। তাঁরা একটি ভান্ডারারও আয়োজন করতে পারেন বলে জানা যাচ্ছে।
তবে এই ছবিতে কোনওভাবেই দেখা যায়নি ভামিকাকে। কিছু দিন আগেই তাঁদের দেখা গিয়েছিল বৃন্দাবনে। সেখানে বাবা নিম কারোলির আশ্রমে গিয়েছিলেন তাঁরা।