সন্তানের খেয়াল সবথেকে বেশি রাখে মা। মানবজন্মের শুরু থেকেই এই সত্য প্রচলিত। কিন্তু, এই ভিডিয়ো (Viral video of Faridabad) দেখলে আপনার সেই বিশ্বাস বেশ খানিকটা টাল খাবেই। যেখানে দেখা যাচ্ছে, কীভাবে এক মা নিজের সন্তানের জীবন নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলছেন! ঘটনাটি ফরিদাবাদের (Viral video of Faridabad)। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক মা তার সন্তানকে শাড়িতে বেঁধে ১০ তলা থেকে ৯ তলাতে নামাচ্ছেন।
আরও পড়ুন: এবারের আইপিএলে সম্ভাব্য সেরা ৫ ব্যাটার কারা? হদিশ দিল Editorji বাংলা
জানা গিয়েছে, নবম তলার ফ্ল্যাটটিতে ওই মহিলার একটি শাড়ি পড়ে গিয়েছিল। ওই ফ্ল্যাটটি বন্ধ থাকায় কেউ ছিল না। তাই শাড়িটা নেওয়ার জন্য নিজের সন্তানকেই আরও একটি শাড়িতে বেঁধে দশ তলা থেকে নিচের তলায় নামিয়ে দিলেন মা (Viral video of Faridabad)!
ফরিদাবাদের (Faridabad) সেক্টর বিরাশির (Sector 82) ফ্লোরিডা সোসাইটিতে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ৬ বা ৭ ফেব্রুয়ারিতে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Viral video of Faridabad) আসার পরেই ভাইরাল হয়ে যায়।