কুকুরের সঙ্গে মানুষের সখ্যের নানা নজির রয়েছে সেই মহাভারতের যুগ থেকেই। প্রাণীজগতের মধ্যে এই একটি প্রাণীকেই সবথেকে আন্তরিকভাবে 'মানুষের বন্ধু' অ্যাখ্যা দেওয়া হয়েছে বারবার। এর কারণটিও সকলের কাছেই বেশ স্পষ্ট। এমন প্রভুভক্তি অন্য আর কোনও প্রাণীর মধ্যেই তত চোখে পড়ে না আর। শুধু প্রভুভক্তিই নয়, কুকুরের মধ্যে রয়েছে নিজের নিরাপত্তা সম্বন্ধে প্রভুত সচেতনতার বোধও। সম্প্রতি ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো এই কথারই সাক্ষ্যবহন করে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক বাইক আরোহী বাইকে স্টার্ট দিচ্ছেন। তাঁর সামনে মুখে করে হেলমেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। কুকুরটি সম্ভবত ওই ব্যক্তিরই পোষ্য। ওই ব্যক্তি বাইকে স্টার্ট দেওয়ার পর, দিব্যি বাইকের সামনের সিটে উঠে বসে হেলমেটটি পরে নিল কুকুরটি। যা দেখে আপ্লুত হয়েছেন নেটিজেনরাও। হেলমেট পরা যে কতটা প্রয়োজনীয়- তা নিয়েও কুকুরের এই আচরণ যেন এক শিক্ষাই দিয়ে গেল নিয়ম না মানতে চাওয়া বহু নাগরিককে, এমনটাও বলেন কেউ কেউ।