ঘোড়দৌড় থেকে শুরু করে খরগোশ-কচ্ছপের দৌড় পর্যন্ত নানা ধরনের 'রেস'-এর কথা আমরা জানি। বাইক রেস বা ফর্মুলা ওয়ান গাড়ির রেস নিয়েও আগ্রহী দুনিয়ার অজস্র মানুষ। কিন্তু, কখনও অটোরিকশার রেসের কথা শুনেছেন? এমনই একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, তিনটি অটোরিকশার মধ্যে দৌড়ের প্রতিযোগিতা চলছে, রীতিমতো পতাকা নাড়িয়ে দৌড় শুরু করতেও দেখা গিয়েছে ভিডিয়োটিতে। যদিও, ভিডিয়োটির সত্যতা এডিটরজি বাংলা যাচাই করেনি। ঠিক কোন জায়গায় এবং কবে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা, তা জানা যায়নি।
তবে, এই নিয়ে নেটিজেনদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। পোস্টটির তলায় নেটিজেনদের নানা মন্তব্যের সমাহার। কেউ বলেছেন, এটি ২০২৩ সালের ফর্মুলা ওয়ান কার রেসিং-এর থেকেও বেশি ইন্টারেস্টিং। কেউ কেউ আবার জানতে চেয়েছেন, কোথায় হয়েছে এই প্রতিযোগিতা। কারও আবার মন্তব্য, এই তিনটি অটোই ট্র্যাফিক আইন মেনে চলেছে এখানে। তাই তাঁরা 'আসল' অটোচালক নন!