Rakhi Purnima 2023: রাখী উৎসবের সঙ্গে জড়িয়ে আছে এই ৫টি আকর্ষণীয় তথ্য, জানলে অবাক হবেন আপনিও

Updated : Aug 22, 2023 14:53
|
Editorji News Desk

'রাখীপূর্ণিমা' (Raksha Bandhan 2023) শুনলেই ভাই-বোনের সম্পর্ক, মিষ্টিমুখ, উপহার এবং নানাবিধ আনন্দের আতিশয্যের কথা মনে পড়ে আমাদের। কিন্তু, এর বাইরেও, এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু মজার তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও।

শ্রীলঙ্কা, নেপাল, আরব আমিরশাহি, মরিশাসের মতো দেশেও পালিত হয় রাখী উৎসব:

শুধু হিন্দুধর্মই নয়। শুনতে অবাক লাগলেও এ কথা সত্যি যে, অ-হিন্দু এবং অ-ভারতীয়দের মধ্যেও ব্যাপকভাবে এই উৎসবের প্রচলন আছে। ইতিহাস বলে, চিতোরের রাণী কর্ণবতী মোগল সম্রাট হুমায়ুনকে রাখী (Raksha Bandhan 2023) পাঠিয়েছিলেন। সেই রাখী গ্রহণ করার পর বাহাদুর শাহ জাফরকে যুদ্ধে পরাজিত করেন হুমায়ুন।

রাখী উৎসবের সূচনা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর:

১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইতে হিন্দু-মুসলমানকে একজোট করার লক্ষ্যে রাখী বন্ধন (Raksha Bandhan 2023) উৎসবের সূচনা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।

আরও পড়ুন: এবছর রাখি ভাদ্র মাসে, রাবণ-সূর্পনখার 'ভয়ঙ্কর' মিথ জানেন তো ?

এই বিশেষ দিনটিতে বহু মানুষ ইন্দ্র ও বরুণের পুজো করেন দেশের বিভিন্নপ্রান্তে:

শুধু ভাই-বোনের রাখী (Rakhi Purnima 2023) পরাই নয়। এই দিনটিতে বহু মানুষ দেশের বিভিন্ন প্রান্তে ইন্দ্র ও বরুণের পুজো করেন। 

ইন্দ্রের হাতে রাখী পরিয়েছিলেন তাঁর স্ত্রী ইন্দ্রাণী:

আপনার স্ত্রী বা প্রেমিকা বা ক্রাশ আপনার হাতে রাখী  (Rakhi Purnima 2023) পরাবেন, এ কথা ভাবলেই কি বিমর্ষ হয়ে পড়েন? পুরাণ অনুযায়ী, দেবরাজ ইন্দ্রের হাতে রাখী পরিয়ে দিয়েছিলেন তাঁর স্ত্রী ইন্দ্রাণী। যা, আসলে একটি 'সুরক্ষাকবচ'। পুরাণ অনুযায়ী, পৃথিবীকে বাঁচাতে ইন্দ্র যুদ্ধ করতে যাওয়ার সময় তাঁর হাতে এটি পরিয়ে দেন ইন্দ্রাণী।

রাজস্থানের মহিলারা তাঁদের ভাইয়ের স্ত্রী-এর হাতে রাখী বাঁধেন: 

শুধু ভাই-ই নয়, ভাইয়ের সঙ্গে যিনি রয়েছেন সারাক্ষণ, ভাইয়ের সেই স্ত্রী-এর হাতেও রাখী (Raksha Bandhan 2023) বেঁধে দেন রাজস্থানের মহিলারা। রাজস্থান তথা গোটা মারোয়ারি সংস্কৃতির এটি অতি প্রাচীন নীতি।

Raksha Bandhan

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?