বসকে খুশি হয়েই জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর! সেই কাল হল! তৎক্ষণাৎ ব্রিটিশ সংস্থায় চাকরি খোয়ালেন হবু মা। ঘটনাচক্রে বস নিজেও মহিলা এবং সন্তানের মা।
এসেক্সের একটি ব্রিটিশ সংস্থার প্রশাসনিক বিভাগে কর্মরত ছিলেন ৩৪ বছরের শার্লোট লেইচ। মহিলা বসকে জানিয়েছিলেন সুখবরটা। সেই খবর জানাতেই চাকরি থেকে বরখাস্ত হন শার্লোট, সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে ১৫ লক্ষ টাকা পেয়েছেন ঠিকই। কিন্তু সেটাই তো সব নয়। বসের এমন সিদ্ধান্তে রীতিমতো অপমানিত বোধ করেছেন হবু মা।