National Girl Child Day 2022:
কন্যা ভ্রুণহত্যা, নাবালিকার বিয়ে দিয়ে দেওয়ার মতো ঘটনা এ দেশে আকছার ঘটছে এই একুশ শতকেও। কন্যা এবং পুত্র সন্তানের মধ্যে বৈষম্য প্রতি ঘরে ঘরে। সেই বৈষম্য দূর করতেই কেন্দ্রীয় নারী এবং শিশুকল্যাণ দফতরের উদ্যোগে ২০০৮ সাল থেকে ভারতে একটি বিশেষ দিন উদযাপন করা হয় প্রতি বছর ২৪ জানুয়ারি। জাতীয় শিশুকন্যা দিবস (National Girl Child Day)।
শিক্ষা, পুষ্টি, কাজের সুযোগ এই সমস্ত নিরিখেই আমাদের সমাজের শিশু কন্যারা এখনও বঞ্চিত, অবহেলিত। সে'সব নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই বিশেষ দিনের উদযাপন।
দেশের প্রথম এবং এখনও পরজন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই দিনেই শপথ নিয়েছিলেন ১৯৬৬ সালে। সেই ঘটনাকে মনে রেখেই জাতীয় শিশু কন্যা দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে ২৪ জানুয়ারিকেই।