বয়স মাত্র পাঁচ, বার্ষিক আয় ৮ কোটিরও বেশি! এতেই চোখ কপালে তুলবেন না। অবাক হওয়ার এখনও বাকি। বলছি এক কুকুরের কথা। টাকার এখন সোশ্যাল মিডিয়ার খুদে সেনসেশন, যাকে বলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। নিজের ছবি/ভিডিয়োর জন্যই এই বিপুল অংকের অর্থ আয় করছে জাতে গোল্ডেন রিট্রিভার টাকার।
মাত্র দু'বছর বয়স থেকেই টাকার বুডজিন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে। ইউটিউবে ৩০ মিনিটের এক একটি ভিডিয়োর জন্য টাকারের আয় হয় ৪০ থেকে ৬০ হাজার মার্কিন ডলার।
কার্টনি বুডজিন টাকারের ইন্সটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিল ২০১৮ সালে, যখন খুদের বয়স মাত্র মাস দুয়েক, তখন থেকেই তার- ভিডিয়োর রিচ বাড়তে থাকে লাফিয়ে। ক্রমে পরিস্থিতি এমন হল, টাকারের দেখভাল, তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখভালের জন্যই চাকরি ছাড়তে হল কার্টনি এবং তাঁর সিভিল ইঞ্জিনিয়র স্বামীকে। এখন টাকারের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা আড়াই কোটি।