সেই ছোট বেলা থেকে একটা লাইন সকলেরই পড়া, অজানাকে জানবার অদেখাকে দেখবার ইচ্ছা মানুষের প্রবল। রোমাঞ্চকর জীবন কে না চায়। কিন্তু সম্প্রতি এক যুবতীর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়ো দেখে অবাক না হয়ে উপায় নেই। জীবন্ত আগ্নেয়গিরিতে (Active Volcano) বসেই খেলেন পিৎজা। শুধু তাই নয় সেই পিৎজা বানানোও জ্বলন্ত আগ্নেয়গিরির প্রবল তাপেই।
Dev-Soham: টলিপাড়া পেতে চলেছে সাংসদ বিধায়ক জুটি! 'প্রধান' ছবিতেই ফিরছে দেব-সোহম ?
আসলে এক যুবতী গিয়েছিলেন গুয়াতেমালা (Guatemala) ঘুরতে। সেখানেই তিনি অর্ডার করেন পিৎজা, যা বানিয়ে দেওয়া হয় জ্বলন্ত আগ্নেয়গিরিতে। আলেকজেন্ডার ব্লডগেট নামের এক ব্যক্তি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন এই ভিডিও।