অপেক্ষার অবসান। পরিবেশবান্ধব গাড়ি তৈরির প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোল টাটা মোটরস। একবার চার্জ দিলে ২৫০ কিলোমিটারের বেশি চলাচল করতে পারবে এমন যানের মধ্যে দেশের সবথেকে সস্তার ইলেকট্রিক গাড়ি টাটা টিয়াগো ইভির পর্দা উন্মোচন করা হল। এটি টাটা মোটরসের তৃতীয় ইলেকট্রিক ভেহিকল বা বৈদ্যুতিক যান।
এই বৈদ্যুতিক গাড়িটির মূল্য শুরু হবে ৮ লক্ষ ৪৯ হাজার টাকা থেকে। চারটি ভিন্ন অপশনসও রয়েছে তার। দামের বিষয়টি নির্ভর করবে ব্যাটারি প্যাকের ওপর।
১০ অক্টোরব থেকে শুরু হবে বুকিং। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে শুরু হবে টাটা টিয়াগো ইভি-র ডেলিভারি।
টাটা টিয়াগো ইভি-তে থাকছে অতি দ্রুত চার্জিং ক্ষমতা। সংস্থার আগের ইভিগুলির মতোই 26kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হচ্ছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসি ফাস্ট চার্জার ব্যবহার করে ৮০% চার্জ করতে গাড়িটি সময় নেবে মাত্র এক ঘণ্টা।
টাটা টিয়াগো ইভি-র অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ক্রুজ় মোড এবং ওয়ান প্যাডেল ড্রাইভ টেকনোলজি, যা ড্রাইভারদের শক্তিশালী রিজেনারেটিভ ব্রেকিংয়ের মাধ্যমে চার্জিং সংরক্ষণ করতে দেবে। এছাড়াও মনে করা হচ্ছে, এই গাড়িতে মাল্টি-মোড রিগেন ফাংশনালিটি থাকবে।