শৈশবে কত আজব সখ থাকে, চকোলেটের বাড়ির স্বপ্ন তো খুব চেনা, তাই বলে কেক দিয়ে তৈরি পোশাক- (Wedding Gown made of cake), তাও আবার নিজের বিয়েতে? গল্প নয়, সত্যি! সম্প্রতি একটি বিয়ের গাউন তৈরি করে বিশ্বরেকর্ড (Guiness Record) করেছেন এক সুইস মহিলা।
সুইৎজ়ারল্যান্ডের নাতাশা কলিন কিম ফা লি-র পেশা কেক বানানো, নিজেই একটি কেক সংস্থার মালিক। নানা রকমের কেক বানাচ্ছেন বিগত কত বছর ধরেই। এবারের কেকের থিম গাউন, যা কিনা অঙ্গে জড়িয়েছেন স্বয়ং কনেই। ১৩২ কেজি ওজনের কেকপোশাক পরে দিব্যি হেঁটে চলে বেড়ালেন কনে।
Bill Gates made Roti: বিশ্ব অর্থনীতির কী হাল! হাত রুটি বানাচ্ছেন বিল গেটস
আংটি বদলের পর বিয়ের গাউনে পড়ল ছুড়ি। বেশ অনেকটাই কেটে কেটে খাওয়ানো হল অতিথিদের। সবচেয়ে বড় পরিধানজোগ্য কেক বানানোর জন্য গিনেস বুকে নিজের নাম তুলে ফেলেছেন নাতাশা।